স্কুবা ডাইভিং করার সময় ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ শ্বাসকষ্টজনিত জটিলতায় সিঙ্গাপুরে মৃত্যু বরণ করেন। গত ১৯ সেপ্টেম্বর এই ঘটনার পর থেকেই আলোচনায় আসে স্কুবা ডাইভিং কি তাহলে মৃত্যুর কারণ হতে পারে? আমাদের অনেকেরই অতল সমুদ্রের নিচের জলজ প্রাণীদের কাছ থেকে দেখার ইচ্ছা থাকে। আর তাই সুযোগ পেলে অনেকেই স্কুবা ডাইভিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে চান। স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশে দেখা যায় সমুদ্রের অন্য এক জগৎ। দারুণ এক অনুভূতি। কিন্তু এই রোমাঞ্চর নেশাই হতে পারে বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে, নিয়ম না মেনে স্কুবা ডাইভিং করার পর মস্তিষ্কে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুই রকম প্রভাব পড়তে পারে ৷ দীর্ঘমেয়াদি প্রভাবের মধ্যে স্মৃতিশক্তি লোপ পাওয়া, মানসিক স্বাস্থ্যের অবনতি ও মনে রাখার ক্ষমতা নষ্ট হতে পারে ৷ তাই স্কুবা ডাইভিংয়ের সাবধানতা অবলম্বন করা...