২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম ডাকসুর ভিপিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যিনি ডাকসুর ভিপি নির্বাচিত, তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তার রয়েছে? এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করেছেন। সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুলমালে। এটার কি কোনও আইনগত ভিত্তি রয়েছে? রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বরাবরই আমরা দেখছি তাদের কর্মকা- হলো রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে লোহার খাট...