২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম গতকাল শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এয়ারপোর্টে ফ্লাইট পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা জনিত কারণে ফ্লাইট বিলম্বের কারণ জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম আইরিস মিরর। আইরিস মিরর জানিয়েছেন ডাবলিন টার্মিনাল ২-তে একটি সন্দেহজনক লাগেজ পাওয়ার পর নিরাপত্তা বাহিনী দ্রুত পরিষেবা বন্ধ করে দেন। খবর পেয়ে দ্রুত বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরীক্ষা-নিরীক্ষার পর লাগেজটি নিরাপদ বলে ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, “টার্মিনাল ২-এর নিরাপত্তা সতর্কতা সফলভাবে সমাধান হয়েছে এবং যাত্রীরা পুনরায় প্রবেশ করতে পারবেন, বলে ঘোষণা দেওয়া হয়েছে। নিরাপত্তা সতর্কতার কারণে কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া, ইউরোপের অন্যান্য বিমানবন্দর যেমন লন্ডন হিথ্রো, বার্লিন ও ব্রাসেলসেও সাইবার আক্রমণের কারণে চেক-ইন এবং বোর্ডিং সিস্টেমে বিঘ্ন ঘটেছে, ফলে ফ্লাইট বিলম্ব...