সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে যা সর্বোচ্চ। এসময়ে গোটা দেশে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এসময়ে ৭৪০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বরিশাল বিভাগে। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭৯ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণদের। মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকায়। রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকাতেই মৃত্যু হয়েছে ১০৭ জনের।...