নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যা নাটকীয় মোড় নিয়েছে। একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ দেশের ভোটার তালিকা থেকে কার্যত নির্বাসিত। এমনকি তার ঘনিষ্ঠ পরিবারের আরও দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশন, ফলে তারাও ভোট দেয়ার সুযোগ হারাচ্ছেন। জানা যায়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঢেউয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের ক্ষমতা টালমাটাল হয়ে পড়ে। সেই ঝড় সামলাতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর এক বছরেরও বেশি সময় কেটে গেছে, তবুও হাসিনা আর দেশে ফিরতে পারেননি। দলের শীর্ষ নেতারাও ছড়িয়ে পড়েছেন বিভিন্ন দেশে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে। এই রাজনৈতিক বিপর্যয়ের নতুন অধ্যায় শুরু হয়েছে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপের মাধ্যমে।...