নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৬২ শতাংশ। নকশা পরিবর্তন, পানি, বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরে ব্যয় বেড়েছে ৬৮০ কোটি টাকা। সেতু বিভাগ বলছে, ২০২৭ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। যানজট কমাতে এবং চট্টগ্রামের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়। যা ঢাকা ইপিজেড, নবীনগর, চন্দ্রা, আশুলিয়া, আবদুল্লাহপুর হয়ে বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে। ২০২২ সালের শেষে কাজ শুরু হলেও, নানা জটিলতায় এখনো শেষ হয়নি। ধীরগতিতে নির্মাণ কাজ চলায় প্রতিনিয়ত এ রুটে চলাচলকারীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সড়কে খানাখন্দ ও বৃষ্টিতে ভোগান্তি বাড়ে বহুগুন। জনদুর্ভোগের কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, এক্সপ্রেসওয়ে নির্মাণের শুরুতে নানা চ্যালেঞ্জের জন্য কাজের গতি কমেছিল। তবে এখন...