প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন আদালতে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ মেম্বার হিমেল চন্দ্র দাস, অপারেটর শেখ শমশের আলী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান সাক্ষ্য দিয়েছেন। তবে আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা হয়নি। এ বিষয়ে দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন গণমাধ্যমকে বলেন, এই চারজন তিন মামলায় সাক্ষী। রাজধানীর ইস্টার্ন হাউজিংয়ে টিউলিপের ফ্ল্যাট থাকার বিষয়টি জানিয়ে ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন। আগামী ৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। নথি থেকে জানা গেছে, গত...