ভারতের কর্ণাটকের শিমোগা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন। ওই ব্যক্তির দাবি, ভাত-রুটি, শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি। প্রতিদিন কেবল সাত থেকে আট লিটার ব্যবহৃত ইঞ্জিন অয়েল আর চা পান করেন। আর ৩৩ বছর ধরে তিনি নাকি এই খাদ্যাভ্যাস অনুসরণ করছেন। স্থানীয়দের কাছে ওই ব্যক্তি ‘অয়েল কুমার বা তেল কুমার’ নামে পরিচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এই অদ্ভুত খাদ্যাভ্যাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আশপাশের মানুষজন যখন স্বাভাবিক খাবার দিচ্ছেন, তিনি তা এড়িয়ে সরাসরি বোতল থেকে কালো মোটর অয়েল খাচ্ছেন। এই অদ্ভুত রুটিনের পরও ‘তেল কুমার’ নাকি কখনো হাসপাতালে ভর্তি হননি বা গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীনও হননি। তাঁর দাবি, এমন জীবনযাত্রার পেছনে ভরসা ভগবান আয়্যাপ্পার আশীর্বাদ। চিকিৎসকেরা সতর্ক করে জানান, ইঞ্জিন...