২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম সউদী প্রো লিগের নতুন মৌসুমে জয়ের ধারা ধরে রেখেছে আল নাসর। জোড়া গোল করে দলে বড় জয়ে অবদান রাখেন ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। ঘরের মাঠে আল রিয়াদকে রোববার ৫-১ গোলে উড়িয়ে দেয় আল নাসর। নতুন মৌসুমে তিন ম্যাচের সবকটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে তারাই। দুই অর্ধে দুটি করে গোল করেন রোনালদো ও তার জাতীয় দলের সতীর্থ ফেলিক্স। অন্য গোলটি কিংসলে কোমানের। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রিয়াদের একটি গোল করেন মামাদু সিলা। এ বছর রোনালদোর গোল হলো ২৯টি। আর সহস্র গোলের স্বপ্ন পূরণে থাকা পর্তুগিজ তারকার ক্যারিয়ারে এটি ৯৪৫তম গোল। চৌদ্দগ্রামে ভূতুড়ে বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগীদের বিক্ষোভ ‘সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা চরম দুর্ভোগে আছেন’ রাসূল (সঃ)কে নিয়ে...