ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি, কাতারে ইসরায়েলি হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই ইসরায়েলপন্থি ভাষ্যকাররা দ্রুত তাদের দৃষ্টি তুরস্কের দিকে সরিয়ে নেন। ওয়াশিংটনের ডানপন্থি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো মাইকেল রুবিন ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক। একই সঙ্গে তিনি আঙ্কারাকে সতর্ক করে বলেছেন, সুরক্ষার জন্য তাদের ন্যাটো সদস্যপদের ওপর নির্ভর করা উচিত নয়। ইসরায়েলি শিক্ষাবিদ মেইর মাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, ‘আজ কাতার, আগামীকাল তুরস্ক’, তখন আঙ্কারা এর তীব্র প্রতিক্রিয়া জানায়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ইসরায়েলের উদ্দেশে লিখেছেন— ইহুদিবাদী ইসরায়েলের উদ্দেশ্যে বলছি... শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে তোমাদের মুছে ফেলার মাধ্যমে শান্তি খুঁজে পাব।’ ইসরায়েলপন্থি মিডিয়াগুলো গত কয়েক মাস ধরে তুরস্ককে ‘ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক...