টালিউড অভিনেতা দেব এবারের দুর্গাপূজায় ‘রঘু ডাকাত’ সিনেমা মুক্তি দিতে চলেছেন। সে উপলক্ষে গতকাল শনিবার হয়ে গেল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে একদিকে যেমন বিরাট তারকা সমাবেশ দেখা যায়, ঠিক তেমনই প্রয়াত গায়ক জুবিন গার্গকেও স্মরণ করা হয়। সকাল থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে দেব অনুরাগীদের ভিড় ছিল। বেলা যত গড়িয়েছে, সেই ভিড় বেড়েছে অনেক। এই প্রথম টিকিট কেটে ট্রেলার মুক্তির অনুষ্ঠানের সিস্টেম করা হয়েছে। তাও আবার বাংলা ছবির। টালিগঞ্জের অনেকেই এরই মধ্যে দাবি করেছেন— দেবের এই ‘রঘু ডাকাত’ নতুন একটা দিশা দেখাতে চলেছে বাংলা সিনেমার। আরও পড়ুনআরও পড়ুনকপিল শর্মার কাছে ২৫ কোটি ক্ষতিপূরণ চাইলেন ‘হেরা ফেরির’ প্রযোজক এ অনুষ্ঠানের আয়োজন যে বড়মাপের হতে চলেছে, সেই আন্দাজ পাওয়া গিয়েছিল অনেক আগেই। বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে টালিউড-টেলিভিশনের ছোট-বড় তারকাদের একটি...