রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দক্ষিণখান থানার সক্রিয় কর্মী আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা বিমান বন্দর থানায় উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ তাকে কারাগারে রাখার আবেদন করেন। নথি থেকে জানা গেছে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে দক্ষিণখান থানার আইনুচবাগ এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। মিছিলের ঘটনায় গত ২৩ এপ্রিল বিমানবন্দর থানায় ৩৮ জনকে এজাহারভুক্ত আসামি করে বিমানবন্দর থানা পুলিশের উপপরিদর্শক মো. নাহিদ হাসান সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ এপ্রিল সকাল ৬টা ২০ মিনিটে বিমানবন্দর থানার কসাই বাড়ী মোড় এলাকায়...