রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ফুরোমন পাড়ায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত এলজিআইসির আওতায় গ্র্যাভিটি ফ্লো সিস্টেম (GFS) ভিত্তিক রাঙামাটিতে সৌরচালিত ভূপৃষ্ঠস্থ পানি পরিশোধন ও সররাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা। এছাড়া আরও উপস্থিত ছিলেন এলজিইডি রাঙামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী এবং রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হাবিবুল্লাহ বলেন,‘বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ জনগণের জন্য টেকসই সমাধান নিশ্চিত করতে কাজ করছে। এই সৌরচালিত পানি সরবরাহ ব্যবস্থা শুধু বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করবে...