ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোর পাঠকক্ষে এক মাসের মধ্যেই এসি স্থাপন করবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি বলেন, পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিংরুমে এসি স্থাপন জরুরি। এ বিষয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই মাসের মধ্যেই এসি বসানো সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের তহবিল না থাকলেও বিকল্প উপায়ে অর্থের ব্যবস্থা করে যেকোনো মূল্যে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে। ডাকসুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কীভাবে ডাকসু কাজ করবে তা জানিয়ে ফরহাদ বলেন, সব হলের উন্নয়নকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান,...