নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন সভাপতি পদপ্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন নয় বরং “সিলেকশন” চলছে। তামিম অভিযোগ করেন, “আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি নিরপেক্ষ একটি প্রক্রিয়ার প্রত্যাশায়। কিন্তু কাউন্সিলর মনোনয়ন নিয়ে যা ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক। জেলা ও বিভাগীয় পর্যায়ে সভাপতির পক্ষ থেকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন গঠনের পর যেকোনো সিদ্ধান্ত কমিশনের মাধ্যমেই হওয়ার কথা। অথচ ১৭ সেপ্টেম্বর পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মনোনয়ন জমার সময়সীমা একতরফাভাবে বাড়ানো হয়, পরে আবারও সময় বাড়ানো হয় ২২ সেপ্টেম্বর পর্যন্ত—এটা পরিচালকদের মতামত ছাড়াই হয়েছে।” তামিমের অভিযোগ, এবার হঠাৎ করে বিভিন্ন জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি গঠন...