পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর)) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এর আগে শনিবার রাতে ওই ভুক্তভোগীর নানী বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় মাঝেমধ্যে তার নানীর বাড়িতে আসা যাওয়া করতো। অভিযুক্ত জামাল উদ্দিন ওই ছাত্রীকে খারাপ প্রস্তাব দেন। এতে ওই তিনি অস্বীকৃতি জানালে জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে...