মূলত, পানিপ্রবাহের প্রতিবন্ধকতার কারণে উজান থেকে ভাটিতে পানি নামতে পারছে না। তাই মাঠকে মাঠ উঠতি ও সদ্য লাগানো রোপা আমান ধান জলাবদ্ধতায় কোথাও পুরো আবার কোথাও আংশিক ডুবে গেছে।তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, কয়েকদিনের বর্ষণে কিছু জমির ধান আংশিক ডুবে গেছে। আবহাওয়া ভালো হলে বেশি ভাগ জমির ধানের ক্ষতি হবে না। তাড়াশ উপজেলা...