রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের ওপর হামলা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমাজ (সাদা দল)। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে চবি শিক্ষক সমাজের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহাদাত হোছাইন ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।আরো পড়ুন:ভাষা ব্যবহারে ইবির উদারতা দেশের জন্য আদর্শ হওয়া উচিত: ড. সলিমুল্লাহ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে: প্রধান রিটার্নিং কর্মকর্তা ভাষা ব্যবহারে ইবির উদারতা দেশের জন্য আদর্শ হওয়া উচিত: ড. সলিমুল্লাহ ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে: প্রধান রিটার্নিং কর্মকর্তা বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) রাবি শিক্ষক সমাজের ওপর যে বর্বরোচিত হামলা ও অমানবিক আচরণের ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে এক কালো অধ্যায়। উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর...