২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম বাংলাদেশে যে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্তভাবে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করল তাতে সবচেয়ে বড় অবদান মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসানের। ম্যাচ শেষে তাই এই দুজনকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দুবাইয়ে শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার শেষে ৪ উইকেটে ১৫৪ রান তুলে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কান ইনিংসে মুস্তাফিজ ও তাসকিন আহমেদের করা শেষ দুই ওভার থেকে ৩ উইকেট হারিয়ে ১৪ রানের বেশি নিতে পারেনি লঙ্কানরা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ২০ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ। জবাবে ওপেনার সাইফ ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১ বল বাকী থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয়...