কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (ডিসেম্বর ৩১, ২০২৪ আর্থিক বিবরণী ভিত্তিক) হাইব্রিড সিস্টেমে ব্যাংকুয়েট হল, কুর্মিটোলা গল্ফ ক্লাব, ঢাকায় রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। তিনি বলেন, ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ সকল শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। সভায় শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে জোরালোভাবে ব্যাংকের একীভূতকরণের ফলে গ্রাহক, আমানতকারী, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার যেন ক্ষুন্ন না হয় সেদিকে দৃষ্টি দেয়ার অনুরোধ করেন। সাধারণ সভায় কার্যতালিকা অনুযায়ী আর্থিক প্রতিবেদনসহ সকল প্রস্তাব অনুমোদিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আবু হেনা রেজা হাসান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি...