বিলুপ্তপ্রায় রেংমিটচ্য ভাষা বাঁচাতে এবার এই ভাষায় দৈনন্দিন জীবনে ব্যবহার করা কথোপথন বাক্য নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। তবে এখনও রেংমিটচ্য ভাষার নিজস্ব অক্ষর না থাকায় এটিকে ম্রো ও বাংলা ভাষায় রূপান্তর করে প্রকাশ করা হয়। ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াঙান ম্রো দৈনন্দিন জীবনে রেংমিটচ্য ভাষার কথোপথনগুলো সংগ্রহ করে এই বইটি প্রকাশ করেন। এর আগে ২০২৩ সালে এই ভাষার শব্দভান্ডার নিয়েও একটি বই প্রকাশ করেন তিনি। এতে ‘রেংমিটচ্য ভাষায়’ তিন হাজারেও বেশি শব্দ স্থান পায়। এবার রেংমিটচ্যভাষীদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা কথোপথন নিয়ে বই প্রকাশের বিষয়ে ইয়াঙান ম্রো বলেন, “সবার একটা আশঙ্কা এই ভাষার ছয়জন মানুষ মারা গেলে চিরতরে জন্য বিলুপ্ত হয়ে যাবে রেংমিটচ্য ভাষাটি। এই ভাষায় কথা বলা ও চর্চা করা মানুষ আর কেউ থাকবে না। হয়ত...