প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগে সরকারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একইসাথে যারা সঙ্গীত শিক্ষক নিয়োগের বিরোধিতা করছেন, তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে উদীচী। আজ রোববার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ আহ্বান জানান। বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ বলেন, যারা ছোটবেলা থেকেই সুর ও সঙ্গীত সাধনার মধ্য দিয়ে বড় হয়, তাদের মধ্যে শুভবোধ সদা জাগ্রত থাকে। তারা অসুর বা মন্দ কোনো কাজের দিকে ধাবিত হয় না। সুরের প্রতি আকর্ষণ মানুষের জৈবিক বিষয়। আবহমান কাল ধরে বাংলার পথে প্রান্তরে হাজারো রকমের সঙ্গীত চর্চা হয়ে আসছে এবং সঙ্গীত চর্চা বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই, শিশুদেরকে সঙ্গীত শিক্ষা দেওয়ার যে...