‘থিংকিং টাইম টগল’ নামে নতুন একটি অপশন চালু করছে চ্যাটজিপিটি অ্যাপের ওপেনএআই। এর মাধ্যমে কাঙ্ক্ষিত উত্তর ‘স্ট্যান্ডার্ড’ নাকি ‘এক্সটেন্ডেড’ চান তা ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা। ‘স্ট্যান্ডার্ড’ হলো ডিফল্ট সেটিং, যেখানে গতি ও বিশ্লেষণ ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আর ‘এক্সটেন্ডেড’ অপশনটি ছিল প্লাস ব্যবহারকারীদের জন্য আগের ডিফল্ট মোড, যা এখনো চালু আছে। পাশাপাশি চ্যাটজিপিটি প্রো ব্যবহারকারীরা ‘লাইট’ ও ‘হেভি’ নামে আরও দুটি অতিরিক্ত বিকল্প পাবেন। লাইট হলো সবচেয়ে দ্রুত উত্তর দেওয়ার মোড, যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হেভি মোড ব্যবহারকারীর জটিল প্রশ্নের ক্ষেত্রে গভীরভাবে বিশ্লেষণ করে উত্তর দেবে চ্যাটজিপিটি। তবে এতে সময় বেশি লাগতে পারে। প্রযুক্তি সাইট টেকরেডার বলছে, ব্যবহারকরীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই নতুন ফিচারটি চালু করা হয়েছে। জিপিটি-৫ থিংকিং মোডে উত্তর দিতে অনেক বেশি সময়...