দেশে যে সব শক্তির উত্থান হচ্ছে, তাতে স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতার দাবি, প্রতিবেশী দেশ থেকেও ষড়যন্ত্র হচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, ‘এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে হুমকি ক্রমাগতভাবে আসছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এবং যে সব শক্তির উত্থান হচ্ছে, সেটাও...