ব্যাংক খাতের ঋণের ১১ লাখ কোটি টাকা এখন দুর্দশাগ্রস্ত সম্পদে পরিণত হয়েছে। বিগত সরকারের আমলে পরিকল্পিতভাবে এ খাতকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি’র নেতারা। রোববার রাজধানীতে ব্যাংক খাত সংস্কার নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় তারা বলেন, সে সময় রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার চাপে অনেকেই অনৈতিক কাজে বাধ্য হয়েছেন। ক্ষমতাচ্যুত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি ও নামে-বেনামে ব্যাংক থেকে ঋণ নেন এক শ্রেণীর সুবিধাভোগী। আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে পাচার করা হয় হাজার কোটি টাকা। ফলে ব্যাংক খাতে তৈরি হয়েছে তারল্য সংকট ও আস্থাহীনতা। দেশের ব্যাংকিং খাতের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এবং সংস্কার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এবিবি চেয়ারম্যান মাশরুর আরেফিন জানান, গত সরকারের সময় ৩ লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুট করা হয়েছে।...