হলিউডের টাইটানিকখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদিও সেপ্টেম্বরে সীমিত পরিসরে সিনেমাটি মুক্তি পেয়েছে। তবে আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এ সিনেমা। দীর্ঘ ২০ বছর ধরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি বানিয়েছেন অস্কারজয়ী নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। যেখানে সন্দেহপ্রবণ সাবেক বিপ্লবী ববের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমাটি মুক্তির আগে তার ক্যারিয়ার-ভাবনাসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। সীমিত পরিসরে মুক্তি পাওয়া এ সিনেমাটি রাজনৈতিক ব্যঙ্গ, ব্ল্যাক কমেডি ও অ্যাকশন মিশ্রণে নির্মিত হয়েছে। এ নিয়ে সমালোচকরা প্রশংসা করেছেন। ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট বলেছে— ‘এটা মাস্টার পিস।’ দ্য গার্ডিয়ান লিখেছে— ‘এ সিনেমা অসন্তোষ, প্রতিবাদ আর সমাজের বাইরে থাকা একাকী নায়কের গল্প, যা আজকের আমেরিকায় খুব কম...