রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা নিয়ে শনিবার বিকাল থেকে উত্তেজনা শুরু হয়, চলে রাত সাড়ে ৩টা পর্যন্ত। পোষ্য কোটায় ভর্তি স্থগিত হওয়ায় রোববার সকালে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের তেমন আনাগোনা দেখা যায়নি। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ক্যাম্পাসে রাকসু নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি প্রার্থীদের। সরেজমিন দেখা যায়, কর্মবিরতি থাকলেও সকালে ক্যাম্পাসে সব একাডেমিক ভবনের ফটকের তালা যথারীতি খুলে দেওয়া হয়েছে। খুলেছে প্রশাসনিক ভবনও। নির্দিষ্ট সময়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন। কর্মকর্তা-কর্মচারীরা ঠিক সময়েই ক্যাম্পাসে আসা শুরু করেছেন। তবে তারা জানেন না, কিভাবে কর্মবিরতি পালন করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, রোববার আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই কাজ থেকে বিরতিতে থাকব। আমরা কোনো ধরনের কাজে যুক্ত হব না। কর্মসূচিতে ক্লাশ-পরীক্ষাও বন্ধ থাকবে। তবে ক্যাম্পাসে দৃশ্যমান (জমায়েত) কোনো...