রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা-পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. রুবেল হোসেন (৩৮) । গুলশান থানা-পুলিশ জানায়, গত ৩১ আগস্ট টার্কিশ এয়ারলাইনস কর্মকর্তা সেরকান আকানের কাছে অজ্ঞাত নম্বর থেকে একটি কল আসে। ফোনকলকারী নিজেকে এনএসআই গুলশান জোনের সহকারী পরিচালক আব্দুল মুহিন পরিচয় দেয় এবং পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দেওয়া হয়েছে বলে জানায়। সে সেরকানের পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ মিলিয়ে নেয় এবং পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে জমা দিতে হবে বলে জানায়। এ কাজের জন্য পাঁচ হাজার টাকা চায়। আরও জানায়, না হলে ভেরিফিকেশন আটকে যাবে, তখন ১ লাখ টাকা দিতে হবে। সেরকান টাকা দিতে...