কাউন্সিলরশিপ পিছিয়ে দেওয়ার সময়ই বোঝা যাচ্ছিল, বিসিবি নির্বাচনী তফসিলেও আসতে পারে পরিবর্তন। এবং হয়তো নির্বাচনের সব কার্যক্রমই ১-২ দিন করে পিছিয়ে যেতে পারে। বাস্তবে ঘটেছেও তাই। প্রথমে জানানো হয়েছিল, বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। তবে এবার তা দুদিন পিছিয়ে এখন ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, আগামী ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২২ সেপ্টেম্বরখসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ: ২৩ সেপ্টেম্বরআপত্তির ওপর শুনানি: ২৪ সেপ্টেম্বরচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বরমনোনয়নপত্র বিতরণ: ২৬ সেপ্টেম্বরমনোনয়নপত্র দাখিল: ২৮...