রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দক্ষিণখান থানার সক্রিয় কর্মী আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বিমান বন্দর থানায় উপপরিদর্শক মো. আবু সাঈদ তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী পিযুষ কান্তি রায় জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে দক্ষিণখান থানার আইনুচবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিছিলের ঘটনায় গত ২৩ এপ্রিল বিমানবন্দর থানায় ৩৮ জনকে এজাহারভুক্ত আসামি করে বিমানবন্দর থানা পুলিশের উপপরিদর্শক মো. নাহিদ হাসান সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার অভিযোগে...