এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে গতকাল শ্রীলংকাকে ১৬৮ রানে থামিয়ে ৪ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়ে প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া চোপড়া বলেন, ‘এই ব্যাপারটাই হলো যে, যে কাজটা কঠিন করে করা যায়, সেটা কেন সহজে করতে হবে? এই অনুভূতিই হয় যখন আপনি এই দুই দলের খেলা দেখেন। এখানে জোর করে ভুল করার প্রবণতা দেখা যায়।’ তিনি আরও বলেন,‘তবে আজ এই ম্যাচে বাংলাদেশকে যেভাবে খেলেছে, তার প্রশংসা করতেই হবে। কারণ এখন পর্যন্ত আমরা এশিয়া কাপে যা দেখেছি, তাতে মনে হচ্ছিল শ্রীলঙ্কা একটা ভালো দল।’ ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘এর আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলংকার জয়ে প্রার্থনা করছিল যে, তোমরা যেকোনোভাবে আফগানিস্তানকে হারিয়ে দাও, তাহলে আমরা পরের রাউন্ডে...