জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) গুলশান-বাড্ডা শাখার নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোহাম্মদ সালেক (সম্পাদক, ডেইলি ঢাকা প্রেস), লেখক ও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আবু হাসান তালুকদার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি কামরুল হাসান দর্পণ এবং বেইজক্যাম্প গ্রামার স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা প্রধান নাসির আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ তৌফিক অপু। উৎসবের সূচনা হয় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে। আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন। এরপর রাগ বাগেশ্রী ও ভূপালি দিয়ে শুরু হয় সংগীত পরিবেশনা। পুরো...