কাব্য-কবিতায় আরব তখন মত্ত ছিল। কাব্যচর্চা অত্যন্ত সম্মানিত দক্ষতা হিসেবে দেখা হতো সেসময়। কবিতার মাধ্যমে আরবরা কর্তৃত্বকে চ্যালেঞ্জ করত। সংঘাতময় পরিস্থিতিতেও কবিতার ভূমিকা ছিল অপরিসীম। উপজাতিরা সংঘর্ষে লিপ্ত হলে কবিরা তাদের উপজাতির সম্মান রক্ষা করতেন কবিতায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (إِنَّ مِنَ الْبَيَانِ لِسِحْرًا) নিশ্চয় সুন্দর ও সাবলীল প্রকাশ ভঙ্গিতে জাদু রয়েছে। এই জাদুকে অনেকে বলেছেন, (السِّحْرُ الحَلَالُ) বা হালাল জাদু।তাই কবি-সাহিত্যিকরা তাদের এই মোহনীয় শক্তি আর হালাল জাদু দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। কবি ও কবিতা কালের এক মহান সাক্ষী। আমাদের প্রিয় নবী কবিতা শুনতে ভালোবাসতেন। কবি ও কবিতার প্রতি তার একটি স্বভাবসুলভ আগ্রহ ও কৌতূহল ছিল। সাহাবিদের কবিতা চর্চা করতে বলতেন তিনি। নবীজির প্রিয় কবি ছিলেন হাসসান ইবনে সাবিত। একজন আরবি কবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...