২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ও কমিটির সভাপতি ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহনাজ সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাতেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবার মান উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং আগামী মাসে নির্ধারিত কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের...