চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ছয় হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। যা মোট প্রবাসী আয়ের ২৬ দশমিক ৩৮ শতাংশ। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, দেশে মোট ৬০টি ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেসরকারি ৪৩টি, রাষ্ট্রায়ত্ত ছয়টি, বিশেষায়িত দুটি ও বিদেশি ৯টি ব্যাংক। সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭ হাজার ৭৩ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার হাজার ৫৩ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দুই হাজার ৩৭ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার...