দীর্ঘ সাড়ে ১৪ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসনে আরা নীলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব, আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা বেগম রিপা, মানোয়ারা বেগম, নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, সালেহা আক্তার, সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি,সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌসী জাহান সুপ্তি। এ সময় আরও উপস্থিত...