বলিউডের অভিজ্ঞ অভিনেতা সঞ্জয় মিশ্র জীবনে নানা চড়াই-উতরাই দেখেছেন। কখনো অসুস্থ হয়ে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেয়ে সিনেমা ছেড়ে ধাবায় কাপ ধোয়ার কাজ করেছেন, আবার আজ তিনি মুম্বাইয়ের ম্যাড আইল্যান্ডে কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। জানা গেছে, ৬১ বছর বয়সী এই অভিনেতা ৪ কোটি ৭৫ লাখ রুপিতে (প্রায় ৬ কোটি ৮২ লাখ টাকা) সমুদ্রসৈকত-সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, ২০২৫ সালের ১১ জুলাই এই চুক্তি সম্পন্ন হয়। ফ্ল্যাটটি রাহেজা এক্সোটিকা সাইপ্রাস টাওয়ারের ১৫ তলায়। এতে রয়েছে ১ হাজার ৭০২ বর্গফুট কার্পেট এলাকা এবং অতিরিক্ত ২০১ বর্গফুটের ডেক—সব মিলিয়ে প্রায় দুই হাজার বর্গফুট জায়গার এই বাড়ি। এ জন্য সঞ্জয়কে ২৮ লাখ ৫০ হাজার রুপি স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন চার্জ দিতে হয়েছে। মুম্বাইয়ের এই অভিজাত এলাকায় ইতিমধ্যেই আর্চনা...