ক্রিকেটের অন্যতম বড় দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া অঞ্চলের হিসেব কষলে এরচেয়ে বড় লড়াই আর নেই। কী নেই একটি ম্যাচে? ঐতিহ্য, আভিজাত্য, অহং, মর্যাদা—ম্যাচ ছাপিয়ে আরও বড় হয়ে ওঠে কলেবর। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য সেই দ্বৈরথ দেখা যায়নি। ম্যাচে একক আধিপত্য করেছে ভারত। মাঠের খেলার বাইরে বরং বাইরের আলোচনাই ছিল সবচেয়ে বেশি। সেই আলোচনার ঝাঁঝ নিয়ে আবারও মাঠে নামছে দুই দল। সুপার ফোরের লড়াইয়ে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় পড়ে পাকিস্তান। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ক্যামিওতে ১২৭ রানের পুঁজি দাঁড় করায় তারা। সেই রান সহজেই তাড়া করে ভারত। লক্ষ্যে পৌঁছে যায় ৭ উইকেট হাতে রেখেই। মাঠের ব্যর্থতার বাইরে আলোচনায় আসে দুই দলের হাত না মেলানো...