ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। নারী ও শিশুদের লাশ প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে মৃত্যুর তালিকায়। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন সামনে চলে আসায় আবারও প্রশ্ন জোরালো হচ্ছে—জাতিসংঘ কি গাজায় কিছু করতে পারছে না, নাকি করতে চাইছে না? কেন এত নৃশংস হত্যাযজ্ঞ চলার পরও আন্তর্জাতিক সংস্থাটি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না?১৯৫৬ সালের অভিজ্ঞতা ও জাতিসংঘের ভূমিকা১৯৫৬ সালে সুয়েজ খাল– সংকটের সময় প্রথমবারের মতো জাতিসংঘ সশস্ত্র শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছিল। ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল মিলে মিসর আক্রমণ করায় সেই সময়ে জাতিসংঘের ‘জরুরি বাহিনী’ সিনাই উপদ্বীপ ও গাজায় পাঠানো হয়। এ পদক্ষেপে জাতিসংঘ কার্যকর ভূমিকা রেখেছিল, যদিও নিরাপত্তা পরিষদ তখনও অচল হয়ে পড়েছিল। কারণ আক্রমণকারী দেশগুলোর মধ্যে দুটো—ব্রিটেন ও ফ্রান্স—ভেটো ক্ষমতাধারী ছিল। তখন সাধারণ পরিষদ ১৯৫০ সালের ‘ইউনাইটিং...