গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল ইসলাম।রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ জানান।সাইফুল ইসলাম বলেন, ২০১৮ সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত গণঅধিকার পরিষদের সঙ্গে একসঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ। সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো যাচাই-বাছাই ছাড়াই ঢালাওভাবে মামলার আসামি করা অপ্রত্যাশিত।এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলটির অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মামলায় ছাত্রসমাজের নেতাকর্মীদের নাম প্রত্যাহার কিংবা ন্যূনতম দুঃখ প্রকাশ করেননি বলেও জানান আহ্বায়ক সাইফুল ইসলাম।এ সময় ঘটনার পেছনে কারও প্ররোচনা ও রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না, সে বিষয়ে শঙ্কা প্রকাশের...