বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ছাত্রদলের উদ্দেশে বলেছেন, ‘‘বর্তমান প্রজন্মের সেন্টিমেন্টকে ধারণ করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। ছাত্রের বন্ধু ছাত্র, আর ছাত্রীদের বান্ধবীও ছাত্রী হতে হবে। এর বাইরে কেউ নেতৃত্বে এলে প্রজন্ম তা গ্রহণ করবে না।’’ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্য ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ্যানি বলেন, ‘‘গত এক বছরে তিনি যেসব বক্তব্য দিয়েছেন, তাতে বারবার উঠে এসেছে দেশের জেনারেশন তথা প্রজন্মের কথা। দেশ গঠনে গুণগত পরিবর্তন আনতে তিনি নতুন নেতৃত্বের পক্ষে এবং রাজনীতিতে প্রজন্মের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছেন।’’ তিনি আরো বলেন, ‘‘আজকের তরুণ প্রজন্ম যেভাবে তারেক রহমানকে চেনেন, হয়তো সেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানেন না।...