২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম কুমিল্লার চৌদ্দগ্রামেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ‘ডাকাতি’ বলে অপ-প্রচারের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ অনুসন্ধান শুরু করে। এতে বিষয়টি ‘ডাকাতি’ নয় বলে বাসের চালক, সহকারী, যাত্রী স্বামী-স্ত্রী স্বীকার করেছে। রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তিনটি পক্ষের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায়ঢাকাথেকে চৌদ্দগ্রামের জগন্নাথের উদ্দেশ্যে ওমর ফারুক ও শারমিন দম্পত্তি সিডিএম পরিবহনের একটি বাসে উঠে। রাত ১০টার সময় বাসের সহকারীরা তাদেরকে হেনস্তা করে। এক পর্যায়ে ওমর ফারুকের কল পেয়ে তার এলাকার যুবকরাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথে লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বাসটি জগন্নাথ এলাকায় পৌঁছলে শারমিন ও আরও কয়েকজন যাত্রী...