শহীদুজ্জামান শিমুল , সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ৮১ শতক জমি আদালতের নির্দেশে অবশেষে বাদী হাফিজুলের দখলে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উকিল কমিশনের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ দখল কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শওকত হোসেনের সন্তানরা আবুল হাসান, বাবুল হোসেন, নার্গিস পারভীন, নাজনীন আক্তার খুকু, নাহিদা পারভীন ও নাদিরা পারভীন ২০০৭ সালে দুটি খতিয়ানের ৬টি দাগে উল্লেখ করে মোট ৮১ শতক জমি ক্রয় করেন। জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ২০২০ সালে। তবে জমিটি বুঝে না পেয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালান হাফিজুল ও তার পরিবার। আদালতের নির্দেশ বাস্তবায়নে সাতক্ষীরা কলারোয়া থানার এসআই তপন কুমার বিশ্বাস পুলিশের নেতৃত্ব দেন। তিনি জানান, আদালতের নির্দেশ বাস্তবায়ন করেছি। উকিল কমিশনের তত্ত্বাবধানে সার্ভেয়ার দিয়ে বাদী...