রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে লিচুতলায় সকাল থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিতে রাকসুর সব কার্যক্রমসহ জরুরি সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। ফলে রাকসু নির্বাচন যথা সময়ে হবে বলে জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শনিবার দিনভর উত্তেজনার পর মধ্যরাতে তা স্থগিত করা হয়। এর আগে শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ধস্তাধস্তির মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন মাটিতে পড়ে যান। এছাড়া শিক্ষার্থীরা উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরসহ বেশকিছু শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাত সাড়ে ৯টায়...