পুঁজিবাজার ডেস্ক:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ২০ কোটি ৬৩ লক্ষ ৫৮ হাজার ৩৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬২১ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৮.০৮ পয়েন্ট কমে ৫৩৮১.৮৫ ডিএস-৩০ মূল্য সূচক ২৩.৭০ পয়েন্ট কমে ২০৮৩.৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৯.২৪ পয়েন্ট কমে ১১৫৮.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দামবেড়েছে ৩৯টির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, সামিট এলায়েন্স পোর্ট, ফার ইস্ট নিটিং, টেকনো ড্রাগ, ওরিয়ন ইনফিউশন, এনভয় টেক্সটাইল, রবি আজিয়াটা, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, তৌফিকা ফুড ও মালেক স্পিনিং। দর বৃদ্ধির শীে প্রধান ১০টি কোম্পানি হলো:- ডিবিএইচ ফার্স্ট মি....