দেশে বর্জ্য ব্যবস্থাপনা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বর্জ্য নিয়ে অর্থনৈতিক রাজনীতি থাকার কারণে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করা যায় না। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালাটি ছিল বাংলাদেশের তৃতীয় ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) যাচাইকরণ কর্মশালা, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন সরকারের নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন অংশীদাররা। আলোচনায় উঠে আসে—কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থান। বক্তারা বলেন, এনডিসি বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। আর আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া লক্ষ্য পূরণ সম্ভব নয়। দেশের বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে হতাশা প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা।...