এবার বাক প্রতিবন্ধী বা কথা বলার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য মস্তিষ্কে চিপ বসানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের নিউরোটেকনোলজি কোম্পানি নিউরালিংক। অক্টোবরে কোম্পানিটি এমন এক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যেখানে মানুষের মস্তিষ্ক থেকে ভাবনা ধরে নিয়ে তা লিখিত আকারে প্রকাশ করবে নিউরালিংক, বিশেষ করে যারা কথা বলতে পারেন না বা কথা বলার সমস্যায় ভুগছেন তাদের বেলায়। এর মাধ্যমে তাদের চিন্তা লেখার মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এ সপ্তাহে সিউলে ‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে নিউরালিংকের প্রেসিডেন্ট ডংজিন সিও বলেছেন, এ গবেষণার লক্ষ্য, এমন মানুষদের সাহায্য করা যারা কথা বলার সক্ষমতা হারিয়েছেন। এতে কোনো ‘কিবোর্ড বা টাইপিংয়ের প্রয়োজন ছাড়াই তারা কিছু চিন্তা করলে তা কণ্ঠে প্রকাশ পাবে’। সিও বলেছেন, “মস্তিষ্কে চিপ বসানোর মাধ্যমে আপনি যদি কিছু বলার...