সম্প্রতি নেপাল, পূর্ব তিমুরের পর এবার এশিয়ার আরেক দেশ ফিলিপাইনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী ম্যানিলার বিভিন্ন এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলে রোববার (২১ সেপ্টেম্বর) হাজার হাজার ফিলিপিনো একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেছে। সরকারের মধ্যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে এবার উত্তাল হয়ে উঠেছে দেশটি। খবর ব্যাংকক টাইমসের। বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যের ছিল প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের জুলাই মাসের ওই মন্তব্যের প্রতিক্রিয়া, যেখানে তিনি কার্যত স্বীকার করেন যে, বেশ কিছু সরকারি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প দুর্নীতির কবলে পড়েছে। দুর্নীতি দীর্ঘকাল ধরে ফিলিপাইনে একটি গুরুতর সমস্যা হলেও, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে এই দুর্নীতির অভিযোগ অনেকের মনে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করেছে। কারণ এই প্রকল্পগুলো ছিল বিশ্বের অন্যতম দুর্যোগ-প্রবণ দেশ হিসেবে ফিলিপাইনের বন্যার ক্ষতি কমানোর জন্য। প্রতিবাদকারী নেতা ফ্রান্সিস অ্যাকুইনো ডি বলেন, ‘যেখানে কিছু মানুষ বন্যা এবং ঝড়ের...