প্রিয় কবি-বন্ধু শ্বেতা শতাব্দী এষ-এর সাথে পরিচয়টা ভীষণ অন্যরকম ছিলো আমার জন্য। আজ থেকে প্রায় সাত-আট বছর আগের ঘটনা, হঠাৎ একদিন সন্ধ্যায় কবি মেঘ অদিতির সাথে দেখা, আমাকে প্রশ্ন করলো তার সাথে যাবো কিনা, সে কোথায় যাবে বা কি করবে আমি তা জানতে চাইনি। হ্যাঁ সূচক ভাবেই বললাম যাবো, কোথায় যাচ্ছিলাম বুঝিনি। গাড়িটা যখন থামলো দেখলাম ঢাকা মেডিকেল। সিঁড়ি দিয়ে কেবিনে উপরে উঠতেই একটা ছোট্ট কেবিন দুটো সিট ফেলা, পাশের সিটে একজন রোগী যিনি বৈদ্যুতিক শকে পুড়ে গেছেন। আর আরেকটি সিটে যিনি শুয়ে আছেন,কবি মেঘ অদিতির মারফত জানতে পারলাম, সে হলেন তরুন কবি শ্বেতা শতাব্দী এষ, জন্মলগ্ন থেকে যে লড়াই করে যাচ্ছে এবং সদ্যই কোন একটা অপারেশন হয়েছে তার। জীবনে প্রথমবার হাসপাতালে বেডে অসুস্থ অবস্থায় থাকা কোন তরুণ কবি ও...