মানুষ মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে, মানুষ মানুষকে ভালবাসে। মানুষ মানুষের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে। পৃথিবীতে মানুষের মহানুভবতার গল্প বলে শেষ করা যাবে না। আবার এই মানুষই একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করে। একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হয়ে চরম ক্ষতি করে। আবার কিছু মানুষ কোনো কারণ ছাড়াই পরশ্রীকাতরতায় ভোগে। শুধু পরশ্রীকাতরতায় ভোগে না। যার প্রতি তার পরশ্রীকাতরা সুযোগ পেলে তার চরম ক্ষতি পর্যন্ত করে ফেলে। পরশ্রীকাতরতা এক ধরনের মানসিক অতৃপ্তির বহিঃপ্রকাশ। অন্যের ভালো কিছু দেখলেই হিংসা করে, পরশ্রীকাতরতায় ভুগতে থাকে। এটা এক ধরনের মানসিক রোগ। কিন্তু অসুবিধা হচ্ছে - এ রোগে পরশ্রী কাতর ব্যক্তির যেমন ক্ষতি হয় তেমনি ক্ষতি হয় যার প্রতি তার এই পরশ্রীকাতর বিদ্বেষ আচরণ তারও। পরশ্রী কাতর ব্যক্তি সবসময় বদনাম করে বেড়ায়। সামাজিকভাবে ক্ষতি...